জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ বিভিন্ন অভিযোগের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আলোচিত আসামিদের ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলে সহযোগিতা চাওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে হাসিনাসহ মোট ২৮ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।এর মধ্যে চারজনের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে বলে জানা গেছে, তবে এটি ইন্টারপোলের ওয়েবসাইটে এখনো প্রকাশিত হয়নি। রোববার (৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত এক বছরে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থায় (ইন্টারপোল) রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। এই ২৮ জনের বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল চারজনের জন্য রেড নোটিশ জারি করেছে। অবশ্য ওই চারজনের নাম জানাতে পারেনি সূত্রটি। এছাড়া ইন্টারপোলের ওয়েবসাইটেও প্রতিবেদনটি...