ভারত ও পাকিস্তান ক্রিকেটে করমর্দন না করার ধারা বজায় রইল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচের আগে টসের সময় পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।সম্প্রতি শেষ হওয়া পুরুষদের এশিয়া কাপেও দুই দেশের খেলোয়াড়দের মধ্যে এই শীতল সম্পর্ক দেখা গিয়েছিল, যা এবার নারী ক্রিকেটেও স্থানান্তরিত হলো। পহেলগাম সন্ত্রাসী হামলা এবং তার জবাবে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। সেই তিক্ততা এবার ক্রিকেট মাঠেও ছড়িয়ে পড়েছে। পুরুষদের এশিয়া কাপে ‘হ্যান্ডশেক’ না করা থেকে শুরু করে পাকিস্তানি খেলোয়াড়দের উস্কানিমূলক অঙ্গভঙ্গি—সবই দেখা গেছে। এমনকি টুর্নামেন্টের শেষে এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) এবং পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)-এর প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেছিল ভারতীয় দল। নারী...