ম্যাক ব্যবহারকারীদের জন্য ফাইল বা ফোল্ডার জিপ এবং আনজিপ করা বেশ সহজ একটি কাজ। অ্যাপলের অপারেটিং সিস্টেমে বিল্ট-ইনভাবে এমন একটি টুল রয়েছে যা কোনো ঝামেলা ছাড়াই এই কাজ সম্পন্ন করতে পারে। আর্কাইভ ইউটিলিটি নামে এই টুলটি আলাদা কোনো অ্যাপ নয় বরং ম্যাক-এর ‘ফাইন্ডার’ অ্যাপের সঙ্গে গভীরভাবে সংযুক্ত একটি ফিচার। চাইলে বাড়তি সুবিধার জন্য ব্যবহার করা যায় থার্ড পার্টি অ্যাপও। ম্যাক-এ ফাইল কমপ্রেস করার পদ্ধতি অনেক সহজ। প্রথমে ‘ফাইন্ডার’ অ্যাপ খুলে সেই ফাইল বা ফোল্ডারগুলো খুঁজে বের করতে হবে যেগুলো কমপ্রেস করতে চান। একাধিক ফাইল একসঙ্গে বেছে নিতে চাইলে ‘কমান্ড’ বাটন চেপে ধরে সেগুলো নির্বাচন করা যায়। এরপর নির্বাচিত ফাইলগুলোর ওপর রাইট-ক্লিক করে ‘কমপ্রেস’ অপশনটি বেছে নিলেই কাজ শেষ। একাধিক ফাইল নির্বাচন করলে কমপ্রেস অপশনের পাশে ফাইলের সংখ্যা দেখাবে। কমপ্রেস প্রক্রিয়া...