সাম্প্রতিক সময়ে একটি ‘গুজব’ যা আলোচনার বিষয় হিসেবে ছড়িয়ে পড়েছে যে, সারা দেশের ইউনিয়ন পর্যায়ে সারের ডিলারদের সংখ্যা বাড়ানোর বিষয়ে সরকার নীতিমালা পরিবর্তনের চিন্তাভাবনা করছে। বর্তমানে প্রতিটি ইউনিয়নে একটি করে সারের ডিলার রয়েছে, যিনি উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে নির্দিষ্ট পরিমাণ সার কৃষকদের মাঝে বিতরণ করে থাকেন। কিন্তু নতুন এই প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে আরও তিনটি ওয়ার্ড ভিত্তিক ডিলার নিয়োগের চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। যদিও সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। বিশেষ করে মাঠপর্যায়ের কৃষক, কৃষি কর্মকর্তা এবং কৃষিবিদদের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই মনে করছেন, ইউনিয়ন পর্যায়ে ডিলারের সংখ্যা বৃদ্ধি পেলে সার বিতরণ আরও সহজ হবে। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ ও মাঠ পর্যায়ের কৃষকরা আশঙ্কা প্রকাশ করেছেন এতে বরং নিয়ন্ত্রণহীনতা, অনিয়ম এবং সিন্ডিকেট বৃদ্ধি পাবে। বর্তমান...