ঢাকা: প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৫ অক্টোবর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বৌদ্ধ নেতারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন এবং প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসাথে তাঁকে বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান তারা।এসময় রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শেষকৃত্যস্থল বরাদ্দ দেওয়ায় ড. ইউনূসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মীয় নেতারা। তারা জানান, মাত্র ১০ দিনের মধ্যে জায়গা বরাদ্দ হওয়ার ঘটনা ইতিহাসে বিরল। এর ফলে ঢাকাবাসী বৌদ্ধদের আর শেষকৃত্যের জন্য চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে না।বৈঠকে এ বছর কঠিন চীবর দান উপলক্ষে প্রস্তুতির বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বৌদ্ধ নেতারা। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।তারা আরও দাবি...