০৫ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মো. ফয়সাল (৪৭) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় নিহত ফয়সালের স্ত্রী রাণী আক্তার (৩১)সহ অন্তত আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হালকা আহত হয়েছেন আরও প্রায় ২৫ জন যাত্রী। নিহত ফয়সাল পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার বাসিন্দা হোসেন আহমেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার দুপুর ১টার দিকে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার দিকে যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি। টানেলের ভেতরে প্রবেশের পর অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এতে বাসে...