০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম রায়গঞ্জে ধুবিল মালতিনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় মাদ্রাসা মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র মাদ্রাসার সভাপতি আবু হাসান আজাদ। তিনি লিখিত বক্তব্য অভিযোগ করেন, ২৭ সেপ্টেম্বর শনিবার বৈধভাবে ২ টি পদে নিয়োগ পরীক্ষা চলমান ছিল। নামধারী সাংবাদকর্মী ও এলাকার অবৈধ হস্তক্ষেপে নৈরাজ্যের মাধ্যমে মব সৃষ্টি করে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেয়। যা বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থার নিয়ম বহির্ভূত কাজ। এর মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম যেন না ঘটে তা প্রশাসন সহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে...