ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. খোকন মিয়া (৪০) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই চাচাতো ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৪ অক্টোবর) রাতে নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. খোকন মিয়া ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে করমা গ্রামের কছিম উদ্দিনের সঙ্গে তাঁর ভাই প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলেদের বিরোধ শুরু হয়। ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় থানায় তিনটি মামলাও হয়েছিল। স্থানীয়ভাবে দুই পরিবারের বিরোধ মেটাতে একাধিকবার চেষ্টা করা...