লেবাননের হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে তীব্র সমালোচনা করেছেন। তিনি একে ইসরায়েলের অপরাধ থেকে দায়মুক্ত করার বিপজ্জনক উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের সম্প্রসারণবাদী নীতিরই অংশ। শনিবার হিজবুল্লাহর দুই শীর্ষ শহীদ কমান্ডার শেখ নাবিল কাওয়ুক ও সায়্যেদ সুহাইল আল-হুসাইনির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন শেখ কাসেম। এ সময় তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ‘গ্রেটার ইসরায়েল’ নামের পরিকল্পনা বাস্তবায়নে তেলআবিব প্রশাসনকে সহায়তা করছে। তিনি বলেন, “গাজায় যা ঘটছে, তা আসলে তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনারই অংশ, যা যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে এগিয়ে নেওয়া হচ্ছে।” ট্রাম্পের ২০ দফা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, এই প্রস্তাব একপেশে ও ইসরায়েলকেন্দ্রিক, যেখানে ফিলিস্তিনিদের বাস্তবতা সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। হিজবুল্লাহ প্রধানের মতে,...