বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, “২৪ এর গণঅভ্যুত্থানের জুলাই শহীদদের চেতনা উপেক্ষা করে একটি দল শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে সংস্কারের বিরোধিতা করে জাতির সঙ্গে প্রতারণা করছে।” রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় রংপুর টাউন হলে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মাহবুবুর বেলাল বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দুঃশাসনের অবসান ঘটবে এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের ক্ষতচিহ্ন টিকিয়ে রাখতে একটি বিশেষ দল কাজ করছে। তাদের কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে তারা পুরনো স্বৈরতন্ত্রের ধারাকে বহাল রাখতে চাইছে — যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”...