বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষে উৎসবের ছোঁয়া লেগেছে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে। প্রবারণা পূর্ণিমার মূল পর্ব—ফানুস ওড়ানোর উৎসব হবে সোমবার। তবে শনিবার থেকেই তার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। রোববার রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গিয়ে দেখা যায়, মূল তোরণ ও ভেতরে সাজানো হয়েছে মরিচবাতি দিয়ে। বিহারের ভেতরে রঙিন কাগজের ঝালর দেওয়া হয়েছে। ভক্ত-দর্শনার্থীরা অনেকেই দেখতে আসছেন। কেউ আবার সেরে নিচ্ছেন প্রার্থনা। অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ধর্মানন্দ থের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সিদ্ধার্থ গৌতম যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন, তখন উনি আসলেই জ্ঞান লাভ করেছেন কিনা সেটা পরীক্ষা করা হয়েছিল। “সেই পরীক্ষাটা হয়েছিল কীভাবে? উনার চুলটা কেটে ভাসিয়ে দিয়েছিল। ভাসিয়ে দেওয়ার পর উনি বলেছিলনে, যদি আমি সত্যি জ্ঞান লাভ করি, তাহলে আমার চুল নিচে...