বাগেরহাটের মোরেলগঞ্জে ‘জমি নিয়ে’ বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাত ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ভাই। উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ছোট জামুয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান। নিহত ৪৮ বছর বয়সী কালাম খান ওই ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে। এ ঘটনায় আহত তার বড় ভাই ৫২ বছর বয়সী লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বরাতে পুলিশ সুপার বলেন, “শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই ভাই কালাম ও লুৎফর বাড়ির অদূরে ছোট জামুয়া বাজারে ওষুধ কিনতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের কয়েকজন পথরোধ করে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং বেদম মারধর করে...