রোববার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের অষ্টম মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা। দণ্ডিত মহিউদ্দিন আল আজাদ ওরফে মহিন খান (৩১) কক্সবাজারের পেকুয়া থানার বকশিয়া ঘোনা গ্রামের মৃত শামসুল আলমের সন্তান। তিনি নগরীর বন্দর থানার অধীন মুনির নগর ওয়ার্ডের আদর্শ পাড়ায় থাকতেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় জাল নোটের মাধ্যমে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।” আসামি মহিউদ্দিন জামিনে গিয়ে পলাতক হয় বলেও জানান বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার আরেক আসামি জাকির শেখকে খালাস দিয়েছে আদালত। দণ্ডিত মহিউদ্দিন দাবি করেছিলেন, তিনি জাকির শেখের কাছ থেকে জাল টাকা...