কাতারের দোহায় ইসরাইলি হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা খালিল আল-হাইয়া। কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রতিনিধি দলের প্রধান আল-হাইয়া আল-আরাবি টেলিভিশনে প্রচারিত এক রেকর্ডকৃত বার্তায় বক্তব্য দেন। গত ৯ সেপ্টেম্বর দোহায় ইসরাইলি হামলার পর এই প্রথম তিনি প্রকাশ্যে বার্তা দিলেন। এ সময় দোহায় ইসরাইলি হামলায় নিহত তার ছেলে ও সহকর্মীদের জন্য শোক প্রকাশের পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত বেদনা ফিলিস্তিনি জাতির সম্মিলিত ত্যাগ থেকে আলাদা নয়। আল-হাইয়া বলেন, ‘আজ আমরা যন্ত্রণা ও গৌরব—দুয়ের ছায়াতেই বাস করছি।’ তিনি জানান, তিনি নিজের পরিবারের সদস্যের মৃত্যু আর গাজায় নিহত হাজারো ফিলিস্তিনির মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য করেন না। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি আমার সন্তান ও গাজায় দখলদার বাহিনীর হাতে নিহত...