সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকা বর্তমানে অপরাধীদের নিরাপদ স্থানে পরিনত হয়েছে। চুরি, যাত্রীদের ব্যাগ টানাহেঁচড়া, মাদক কেনাবেচা, সেবন ও পতিতাবৃত্তিসহ এমন কোনো অপরাধ নেই, যা এখানে ঘটছে না। সন্ধ্যার পর রেলস্টেশন ছাড়াও আশপাশের এলাকা আরও ভয়াবহ অবস্থা ধারণ করেছে। প্রায় প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা সহ মাদক সেবনের আখরা। রেলওয়ে থানার ১০০ গজ পুর্ব পার্শে চলছে জমজমাট জুয়ার আসর। এছাড়া লোহা ও রেললাইনের স্লিপার সুকৌশলে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।অভিযোগ রয়েছে, পুলিশের চোখের সামনে এসব অপরাধ ঘটলেও তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না বলে একাধিক জনের অভিযোগ। স্থানীয়রা জানান, রেলওয়ে ষ্টেশনের উত্তর পশ্চিম দিকে জাতীয় পার্টির রেলওয়ে শ্রমিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত আব্দুল বারী নামের এক রেলকর্মচারী সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই মাদক বিক্রি সহ মাদকের আখরা বসাচ্ছেন। স্টেশন সংলগ্ন রেলওয়ে থানার ৫০ গজ পুর্ব...