
রংপুরের পীরগাছা উপজেলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩ অক্টোবর) রাতে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তৈয়ব গ্রামে গৃহবধূ শেফালী বেগমকে তার স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম মারধর করেন। এর পরে মধ্যরাতে তাকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়। ভোরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে প্রতিবেশীরা গৃহবধূর হাতের বাঁধন খুলে দেন। ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, তার বাড়ি একই উপজেলার পাওটানা হাটের নিজতাজ গ্রামে। তার সঙ্গে নজরুল ইসলামের ২০১৪ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই তাকে নির্যাতন...