পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে এই ভূখন্ড থেকে আলাদা করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছে সিএইচটি সম্প্রীতি জোট। আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে এই দাবি করেন সংগঠনটির নেতরা। জোটের সমন্বয়ক থোয়াইচিং মং শাক জানান, ভারতের সহযোগিতায় পাহাড়ের আঞ্চলিক দলগুলো অশান্ত পরিস্থিতি সৃষ্টি করছে। ব্যাপকভাবে তারা চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ করে ভারত থেকে অস্ত্র এনে জুম্মল্যান্ড সৃষ্টির পাঁয়তারা করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়ে সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে।...