০৫ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশের দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, ভারতে দুর্গাপূজায় বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং দেশে অসুরের মুখে দাড়ি সংযোজন একই সূত্রে গাঁথা, যা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা। রবিবার (৫ অক্টোবর) দুপুরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো এবং দেশে অসুরের মুখে দাড়ি দেওয়া—এই দুটি ঘটনা একই সূত্রে যুক্ত। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টদের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।” সম্প্রতি খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে...