জানা যায়, নওগাঁর সদর, পত্নীতলা, মান্দা, মহাদেবপুর উপজেলাসহ বেশ কিছু এলাকার উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে লণ্ডভণ্ড হয়েছে ওই এলাকার বেশকিছু ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। এ সময় হঠাৎই বজ্রপাতে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি বিল এলাকায় জমিতে কাজের সময় মফিজ উদ্দিন (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বিকেল চার দিকে হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সাথে বিকট শব্দে মেঘের গর্জন। এর পরপরই শুরু হয় অবিরাম মুষলধারায় বৃষ্টি। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে নওগাঁ সদর উপজেলা হাসাইগাড়ী এলাকা, পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মান্দা উপজেলার মৈনম,আন্দাারিয়াপাড়া, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ঝড়ের ফলে বৈদ্যুতিক খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে...