গাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স)র প্রাদুভাব চরম আকার ধারন করেছে! প্রতিরোধে দেয়া হচ্ছে ভ্যাকসিন।গত আগষ্ট মাস থেকে এই ভ্যাকসিন দেয়া হলেও থামছেনা এর প্রাদুভাব । এতেকরে গরুর মালিকরা কি করবেন যখন ভেবে পাচ্ছেন না এ সুযোগকে কাজে লাগিয়ে ভ্যাকসিন প্রয়োগে নেয়া হচ্ছে গরুপ্রতি ২০ থেকে ৩০ টাকা । সে কারণে গবাদিপশুর মালিকদের অর্ধকোটি টাকা চলে যাচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তাদের পকেটে। এ দূর্যোগের সময় তারা সেবা দিতে আসেননি বরং এসেছেন টাকা লুটে নিতে দাবি গবাদিপশুর মালিকদের। অথচ এই ভ্যাকসিনের সরকারি মুল্য গরুপ্রতি মাত্র৮০ পয়সা।তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃবিপ্লব কুমার দে জানান যে,,ভ্যাকসিন প্রয়োগে কিছু আনুসাঙ্গিক খরচ হয় এজন্য আমরা উপজেলা মিটিংয়ে গরুপ্রতি ১০ টাকা মুল্য নির্ধারণ করে দিয়েছি। এর বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা...