সোনা শুধু অলঙ্কার নয়, বরং দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে এটি নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। সাম্প্রতিক সময়ে সোনার দাম প্রতিদিনই রেকর্ড গড়ছে। বিশ্ববাজারে এই হলুদ ধাতুর চাহিদাও বাড়ছে হু হু করে। তবে প্রশ্ন হলো—এশিয়ার কোন দেশের ভাণ্ডারে রয়েছে সবচেয়ে বেশি সোনা? সোনার মজুতের পরিমাণ অনুযায়ী, এশিয়ায় সবচেয়ে বেশি সোনা রয়েছে চীনের কাছে। দেশটির ভাণ্ডারে রয়েছে প্রায় ২,২৬৩ মেট্রিক টন সোনা। চীনের অর্থনীতি ও মুদ্রানীতিতেও সোনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সোনার প্রতি আবেগ ও ঐতিহ্যের দেশ হিসেবে ভারতের অবস্থান বরাবরই বিশেষ। বিয়ে, উৎসব বা সামাজিক অনুষ্ঠানে সোনা কেনার প্রবণতা এই দেশে দীর্ঘদিনের। বর্তমানে ভারতের ভাণ্ডারে রয়েছে ৮৫৪ মেট্রিক টন সোনা। তৃতীয় স্থানে আছে জাপান, যার কাছে রয়েছে ৮৪৬ মেট্রিক টন সোনা।...