রোহিঙ্গা ক্যাম্প থেকে ৭০০ সিসি ক্যামেরা গায়েব হয়ে গেছে। মাদক ও অস্ত্রের কারবারসহ ধ্বংসাত্মক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এতে নতুন চ্যালেঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পড়তে হচ্ছে বলে মনে করছে এপিবিএন।এছাড়া, কিছু ক্যাম্পে কেটে ফেলা হয়েছে কাঁটাতার। এর মধ্যে পানবাজার ক্যাম্পে অন্তত ছয়টি পয়েন্টে কেটে তৈরি করা হয়েছে গোপন পথ। এই গোপন পথ ব্যবহার করে ক্যাম্পের বাইরে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে অনেক রোহিঙ্গারা।স্থানীয়দের অভিযোগ, এসব কাঁটাতার কাটার কাজ করছে রোহিঙ্গারাই।আইনশৃঙ্খলা বাহিনীর মতে, স্থানীয়দের প্রশ্রয়েই রোহিঙ্গারা এই সুযোগ পাচ্ছে। দিন দিন রোহিঙ্গা ক্যাম্পগুলো অরক্ষিত হয়ে পড়ছে। তাই এখন জরুরি হয়ে পড়েছে শক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে প্রায় ৭ লাখ রোহিঙ্গা ২০১৭ সালে কক্সবাজারে আশ্রয় নেয়। আট বছরে সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন দাঁড়িয়েছে প্রায় ১১ লাখে।...