গাজা অভিমুখী কনশানস নৌযানে থাকা আলোকচিত্রী ও ডকুমেন্টারি পরিচালক শহিদুল আলম বলেছেন, তাদের গাজা পৌঁছানোর সময়সূচি শিথিল হয়েছে এবং কোথায় কিংবা কখন তাদের আটকানো হতে পারে তা আগেভাগে বলা কঠিন। তিনি রবিবার বাংলাদেশ সময় বেলা ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্যটি শেয়ার করেন। শহিদুল আলম জানান, “শান্ত সমুদ্র আর দারুণ রোদ। গত রাতটা খোলা ডেকে ঘুমিয়েছি আমি। আজ আমাদের গাজায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু ছোট নৌকাগুলোর কাছাকাছি থাকতে গতি কমিয়ে দেওয়ায় এখন আরও দেরি হবে। তবে বিপদের এলাকা তার অনেক আগেই শুরু হয়, আর কোথায় বা কখন আমাদের আটকানো হতে পারে, তা আগেভাগে বলা কঠিন।” কনশানস হলো আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ডস মাইলস টু গাজা (টিএমটিজি) যৌথ আয়োজিত বহরের একটি বড় জাহাজ। বহরটি ইসরায়েলের নৌ-অবরোধ...