‘ধীরে ধীরে বাড়ছে ব্যবধান, দুইদিকে ছুটল দুটি প্রাণ’ এমন কথায় মুক্তি পেয়েছে আসিফ আলতাফের মিউজিক ভিডিও ‘ব্যবধান’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি গায়কের ইউটিউব চ্যানেল ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ ও তার ফেসবুক প্রোফাইলে মুক্তি দেওয়া হয়। ‘ব্যবধান’ গানটি নিয়ে আসিফ আলতাফ বলেন, ‘যার সাথেই থাকি, জীবনের প্রতিটি মুহূর্তে রঙের ছোঁয়া লাগে, মনে হয়- তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব এক দুঃস্বপ্ন! তবু কোনো এক সময়ে দূরত্ব বাড়তেই থাকে, অদৃশ্য দেওয়াল গড়ে ওঠে, তৈরি হয় ব্যবধান, সেই ব্যবধানের গল্পেই জন্ম নিল এই গান। হয়তোবা, শ্রোতাদের হৃদয়েও এই সুর খুঁজে পাবে প্রতিচ্ছবি।’ তিনি আরও বলেন, ‘যে কোনো ভাষায় বিরহের গান খুবই গুরুত্বপূর্ণ। গানটা ঠিকঠাকমতো হলে শ্রোতারা বহুদিন মনে রাখে। এর আগে সব ধরনের গান করেছি। বিরহের গানও গাওয়া হয়েছে। এবার ভাবলাম একটা নিরেট...