আটকরা হলেন- একই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবেয়া (৩৫)। তারা টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের নথিভূক্ত বাসিন্দা। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুদের খবর পেয়ে ভোরে ইসলামাবাদ এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে বিজিবির ডগ স্কোয়াডের এক সদস্যসহ সন্দেহজনক ঘরটিতে তল্লাশী চালানো হয়। এ সময় ডগ স্কোয়াড সদস্য বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ হাজার ৪০০টি ইয়াবার চালান শনাক্ত করে। আশিকুর রহমান বলেন, আটক দম্পতি টেকনাফ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করলেও প্রতিমাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে রেশন নিয়ে আসত।...