ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে পৌঁছাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ রোববার নিজের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। সঙ্গে একটি ভিডিও বার্তায় দেন শহিদুল আলম। শহিদুল আলম লিখেছেন, শান্ত সমুদ্র আর প্রখর রোদ। গত রাতে আমি খোলা ডেকে ঘুমিয়েছি। আজ আমরা গাজায় পৌঁছাতাম, কিন্তু ছোট নৌকাগুলোর কাছাকাছি থাকার জন্য গতি কমিয়ে আনার ফলে আমাদের আরও বেশি সময় লাগবে। তিনি লিখেছেন, তবে বিপদের এলাকা তার অনেক আগেই...