আজ তার জন্মদিন। কিন্তু মোনালিসাকে শুধু জন্মদিনে মনে করা যায় না-তিনি সেই শিল্পী, যিনি নীরব থেকে, আলো থেকে দূরে থেকেও, দর্শকের মনে জায়গা ধরে রেখেছেন এক অনন্ত সময়ের জন্য। মোনালিসার জন্ম ঢাকায়, এক স্নেহময় পরিবেশে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শিল্পমনস্ক। অন্য বাচ্চারা যখন পুতুল নিয়ে খেলে, তখন তিনি আয়নার সামনে নাচের মুদ্রা অনুশীলন করতেন। নৃত্যই ছিল তার প্রথম ভালোবাসা। মাত্র ১০ বছর বয়সেই মঞ্চে নাচ শুরু করেন। সেই নাচই পরবর্তীতে তাকে এনে দেয় অভিনয় আর মডেলিং জগতের দরজা খোলার সুযোগ। তার শুরুর জীবনটা ছিল পরিশ্রমে ভরা। একাধারে পড়াশোনা, নাচের প্রশিক্ষণ, শুটিং-সবই চালিয়ে গেছেন অবিচল মনোযোগে। বাংলাদেশি টেলিভিশনের সোনালি যুগে, নব্বইয়ের দশকের শেষ ও ২০০০ সালের শুরুতে দর্শকরা এক নতুন মুখ দেখতে পান মোনালিসা। তার চোখের চাহনি, স্বাভাবিক সংলাপ, নিখুঁত অভিব্যক্তি...