
ভারতের সহযোগিতায় পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ ও জেএসএস পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’ নামে একটি সংগঠন। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার পদত্যাগের দাবিও জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক থোয়াইচিং মং শাক বলেন, “খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। অথচ দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। “কখনো বাঙালি-অবাঙালির মধ্যে দাঙ্গা, কখনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের লড়াই; আবার কখনো আামাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ জনগণের উপর বর্বরোচিত হামলা ঘটছে।” তিনি বলেন, “সবচেয়ে দুখঃজনক হল— ভারতীয় সহযোগিতায় চাকমা জাতি পরিচালিত ইউপিডিএফ ও জেএসএস নামক সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল থেকে বিচ্ছিন্ন...