
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসময় তারা অবমাননাকারীর সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।রবিবার (০৫ অক্টোবর) সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় শিক্ষার্থীরা ‘আল-কুরআনের অপমান- সইবে না’রে মুসলমান’, ‘কুরআন অবমাননাকারীর কালো হাত- ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই- অপূর্বের ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই- কুরআন অবমাননাকারী ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, ‘গতকালের ভিডিওটা যারা দেখেছে তাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বারবার রাজপথে দাঁড়িয়ে যায় কিন্তু এর সমাধান পাই না। যারা এধরণের ধর্ম অবমাননা করে তারা নির্দিষ্ট একটা অ্যাজেন্ডা নিয়ে কাজ করে। আমরা দেখেছি শুধু ইসলাম ধর্ম নয়, মাঝেমধ্যে পুরো ধর্মব্যবস্থার বিরুদ্ধে...