বিশ্বের সবচেয়ে আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে শিশুদের জন্য তৈরি একটি অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার চরিত্র দেখানোর কারণে ক্ষুদ্ধ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি তার অনুসারীদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বাতিল করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠান ‘ওয়োক কালচারের পক্ষপাত’ করছে এবং ‘এলজিবিটিকিউর প্রচারণা’ ছড়িয়ে দিচ্ছে। মাস্ক তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে অন্তত ২৬ বার ‘নেটফ্লিক্স বাতিল করুন’ বলে উল্লেখ করে রি-পোস্ট করেছেন। এই বিতর্কের সূত্রপাত মঙ্গলবার, যখন মাস্ক লিবস অফ টিকটক নামে এক ডানপন্থি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে লেখেন, ‘এটা ঠিক নয়।’ পোস্টটিতে ছিল ‘ডেড এন্ড: প্যারানরমাল পার্ক’ নামের নেটফ্লিক্স শোর একটি ক্লিপ, যেখানে চরিত্র বার্নি জানায়, সে একজন ট্রান্সজেন্ডার। লিবস...