লালমনিরহাটের সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারীকে তার ছেলে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পালপাড়া গ্রামে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী জানান। নিহত ৫৫ বছর বয়সী সুশীলা কর্মকার ওই এলাকার ভেললো কর্মকারের স্ত্রী। এ ঘটনায় সুশীলার ছেলে ২৮ বছর বয়সী নিমাই কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলেন, সম্প্রতি নিমাইয়ের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নিমাই বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে দুই-একজনকে আঘাত করেন। তখন মা সুশীলা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় নিমাই ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করেন। গুরুতর অবস্থায় সুশীলাকে...