পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতীয় শীর্ষ নিরাপত্তা মহলের সাম্প্রতিক কঠোর বিবৃতির প্রেক্ষিতে রবিবার (৫ অক্টোবর) একটি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যে বলেন, যদি ভারত পুনরায় যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে ‘যেসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, তাদের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দিতে হবে, ইনশাআল্লাহ’। মন্ত্রী খাজা আসিফ তাঁর পোস্টে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যগুলোকে ‘তাদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে এসব মন্তব্য শীর্ষস্থানীয় মহলের চাপেই করা হচ্ছে। তিনি দাবি করেন যে মে ২০২৫ সালে সংঘটিত তীব্র সংঘর্ষে পাকিস্তান ভারতীয় বিমানবাহিনীর কয়েকটি বিমান ধ্বংস করেছে বলে দেশটি জানিয়েছে; তবে ভারত এই সংখ্যাকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। এই তীব্র প্রতিক্রিয়ার ঠিক আগেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে...