যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় (ডিএইচএস) জানিয়েছে, শনিবার শিকাগোর দক্ষিণপশ্চিম অংশে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে কয়েকশ বিক্ষোভকারীর সংঘাত চলাকালে মার্কিন বর্ডার পেট্রল সদস্যরা এক সশস্ত্র নারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ওই নারীসহ একদল লোকের গাড়ি মার্কিন অভিবাসন ও শুল্ক কার্যকর বিভাগের (আইসিই) ব্যবহৃত যানবাহনে ধাক্কা দিয়েছিল, কিন্তু এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো কর্মকর্তা গুরুতর আহত হননি, বিবৃতিতে ডিএইচএসের এক মুখপাত্র এমনটাই জানিয়েছেন। গুলিবিদ্ধ ওই নারী যুক্তরাষ্ট্রের নাগরিক, তবে তার নাম জানতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। বর্ডার পেট্রল সদস্যরা গুলি চালানোর পর ওই নারী নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গেছেন বলে ডিএইচএসের বিবৃতিতে বলা হয়েছে। তার অবস্থা এখন কেমন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আইসিই এজেন্টরা পিপার স্প্রে ও রাবার বুলেট ছুড়েছেন। শিকাগোর ব্রাইটন পার্ক...