সম্প্রতি মুম্বাইয়ে ডিরেক্টর জেনারেল অব পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধ নিয়ে কথা বলেন তিনি। জানান নিজের পরিবারের ভয়াবহ অভিজ্ঞতার কথা। অভিনেতা জানান, কয়েক মাস আগে তার ১৩ বছর বয়সী কন্যা নিতারা অনলাইনে একটি ভিডিও গেম খেলতে শুরু করেছিল। খেলার সময় এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার। প্রথম দিকে গেম খেলা নিয়ে সেই ব্যক্তি নিতারাকে উৎসাহ দিচ্ছিলেন। ভালো খেললে প্রশংসা করছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই নিতারাকে সেই ব্যক্তি প্রশ্ন করেন, সে ছেলে না কি মেয়ে। উত্তরে নিতারা জানিয়েছিল, সে মেয়ে। এরপর নিতারা জানায় সে একজন মেয়ে। আর নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়। অবশেষে সেই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়।...