ঢাকা: ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে সরকারের অনুরোধকৃত তথ্য শেয়ার করার পর, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের স্থানীয় অপারেটিং লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে।টিকটক ব্যবহারকারীদের মধ্যে ইন্দোনেশিয়ার স্থান দ্বিতীয় বৃহত্তম। দেশটিতে ১০ কোটিরও বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে। খবর এএফপি।মন্ত্রণালয় শুক্রবার জানায়, আগস্ট মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় লাইভ ফিচারের কার্যকলাপের পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ায়, তারা অ্যাপ্সটির অপারেটিং লাইসেন্স ‘সাময়িকভাবে স্থগিত’ করে।মন্ত্রণালয়ের মহাপরিচালক আলেকজান্ডার সাবার শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘তবে টিকটক এক দিনেই অনুরোধকৃত তথ্য সরবরাহ করে।’তিনি আরো বলেন, ‘এই বাধ্যবাধকতাগুলো পূরণের ভিত্তিতে যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় একটি নিবন্ধিত ইলেকট্রনিক সিস্টেম অপারেটর হিসাবে টিকটকের মর্যাদা পুনরায় ফিরিয়ে দিয়েছে।’টিকটকের এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।তবে ভিডিও শেয়ারিং...