মানুষ বারবার জানতে চাচ্ছে, “আপনারা এখন ঠিক কোথায়?” “আর কত সময় লাগবে?” প্রথম প্রশ্নের উত্তরে বলতে হয়—আমাদের যাত্রাপথ অনুসরণ করার সবচেয়ে ভালো উপায় হলো ট্র্যাকারটি ব্যবহার করা। ফরেনসিক আর্কিটেকচার, যাদের সঙ্গে আমরা আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী চলচ্চিত্রটি তৈরি করেছি, তারা আমাদের জাহাজ Conscience এবং Thousand Madleen বহরের গতিপথ এই ওয়েবসাইটের মাধ্যমে অনুসরণ করছেন: https://globalsumudflotilla.org/tracker/দ্বিতীয় প্রশ্নের উত্তর নির্ভর করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আমাদের এই উদ্যোগের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানায় তার ওপর। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী, আমাদেরকে গাজার পথে যেতে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। বাস্তবে, আমাদের গ্রেপ্তার করে হয় বহিষ্কার করা হবে, না হয় কারাগারে পাঠানো হবে—এটাই সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি। কখন এবং কোথায় এটি ঘটবে, তা আগে থেকে নির্ধারণ করা একেবারেই অসম্ভব। বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।এখানেই আমরা আপনাদের সহায়তা চাইছি।...