গুরুতর অসুস্থ রোগী বহনকারী রিকশা-ভ্যান কিংবা অ্যাম্বুলেন্স প্রায়ই গর্তে আটকে পড়ে। এতে চিকিৎসা পেতে বিলম্ব হয় এবং অনেক ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থার আরো অবনতির আশঙ্কা দেখা দেয়। রোববার (৫ অক্টোবর) সকালে রায়গঞ্জ বাজার এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনের রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ছোট ছোট জলাশয়ে পরিণত হয়। এতে কোথায় সমতল আর কোথায় গর্ত তা বোঝা যায় না। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক, পিকআপভ্যানসহ নানা যানবাহন গর্তে পড়ে বিকল হচ্ছে। অনেক সময় মানুষ পড়ে আহতও হচ্ছেন। স্থানীয় বাসিন্দা এস. এম. বাহাদুর আলী বলেন, সামান্য বৃষ্টি হলেই এই সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পানি জমে ছোট পুকুরের মতো অবস্থা হয়। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। চিকিৎসা নিতে...