বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে ১৫টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। রোববার (৫ অক্টোবর) এই আদেশ দেন আদালত। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস্ ক্রিকেট একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব। গত ৩০...