জরিপে জামায়াতে ইসলামীর ভোট বাড়লেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। সম্প্রতি একটি টকশোতে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে দলটির নেত্রী দাবি করেন, জরিপ নির্বাচনে পার্থক্য গড়ে দেবে না। রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি। লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলা ব্যবহার করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন পেতে যাচ্ছি, এটা বলবার কোনো অর্থ নাই।’ সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবে ৪১...