আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত খুব শিগগিরই শুরু হচ্ছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক অনুসন্ধান ও যাচাই-বাছাই চলছে। তিনি বলেন, ‘আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করছি। আনুষ্ঠানিক তদন্ত শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তদন্ত শুরু হলে দল হিসেবে আওয়ামী লীগ কতটা বিচারের মুখোমুখি হতে পারে, তা পরিষ্কার হবে।’ চিফ প্রসিকিউটর আরও বলেন, চলতি অক্টোবর মাসেই ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে, কয়েকটি মামলার ট্রায়াল শেষ...