০৫ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম মুন্সীগঞ্জের লৌহজংয়ে টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। এতে শত শত হেক্টর জমির রোপা আমন ধান ও আগাম শীতকালীন সবজি বাগান পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার গাঁওদিয়া, হাড়িদিয়া, পাখিদিয়া, কালুরগাঁও, আপর ও খিদিরপাড়া গ্রামজুড়ে দেখা দিয়েছে একই চিত্র। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। প্রান্তিক ও বর্গাচাষী কৃষকরা জানান, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে ধান ও সবজির ক্ষতি হচ্ছে। খাল ও নালা দখল-ভরাটের কারণে পানি নামার পথ বন্ধ হয়ে গেছে। ফলে নদীর পানি কমলেও বিলগুলোতে পানি জমে থাকছে, যা ফসল রোপণে বিলম্ব ঘটাচ্ছে। কালুরগাঁও গ্রামের কৃষক জসীম শেখ বলেন, আলুতে লোকসান হওয়ায় ধারদেনা করে চার...