বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা জমে উঠছে ক্রমেই। বোর্ডের আসন্ন নির্বাচন থেকে অনিয়মের অভিযোগে ১৫টি ক্লাব ভোটাধিকার হারায়। তবে এবার হাইকোর্টের সেই রুলের ওপর স্থগিতাদেশ এসেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত থেকে। যার ফলে সেই ১৫ ক্লাব ভোটাধিকার ফেরত পেয়ে গেছে। ভোটাধিকার হারানো সেই ১৫ ক্লাবের একটি ছিল নাখালপাড়া ক্রিকেটার্স। ক্লাবটির প্রতিনিধি ছিলেন বিসিবির বর্তমান কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। তার আপিলের প্রেক্ষিতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩০ সেপ্টেম্বর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে অভিযোগ করেন যে, ১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাই রাখে না। তিনি সেখানে রিট দায়ের করেন। হাইকোর্ট তার রিট আমলে নেয়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ আসে তাতে। তবে এবার চেম্বার জজ আদালত হাইকোর্টের সেই নির্দেশনা বাতিল...