আহতরা হলেন- বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, সকাল থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিটের ঝড়ের বাতাসে অনেক ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে। ঝড়টা আরও কিছুক্ষণ স্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ...