মাছ চাষে বিপ্লব ঘটিয়েছে ময়মনসিংহের ত্রিশালের মৎস্য চাষিরা। দেশের শতকরা ২২ ভাগ মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়। আর এর সিংহ ভাগই উৎপাদন হয় ত্রিশালে। উপজেলায় মাছের মোট উপপাদন ৮৫,১২২ মে. টন, মাছের চাহিদা ৮,২২০ মে. টন এবং উপজেলায় মাছ উদ্বৃত্ত ৭৬,৯০২ মে. টন। ত্রিশাল উপজেলার আয়তন ৩৩৮.৭৩ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ৩৩৬৭৯৭ জন। ১টি পৌর সভা ও ১২টি ইউনিয়ন নিয়ে ত্রিশাল উপজেলা গঠিত। উপজেলায় সরকারি পুকুরের সংখ্যা ৫টি যার আয়তন ১৩৪ হেক্টর, বেসরকারি পুকুরের সংখ্যা ২৪৪৯৮টি যার আয়তন ৩১২৫ হেক্টর। সরকারি হ্যাচারি ১টি এবং বেসরকারি মৎস্য হ্যাচারির সংখ্যা ৩৮টি। এ উপজেলায় সরকারি হিসেব মতে খালের সংখ্যা ২০টি যার আয়তন ৪২ হেক্টর, বিলের সংখ্যা ৩৭টি যার আয়তন ৯ শত হেক্টর এবং নদীর সংখ্যা ৭টি যার আয়তন ১২৩২ হেক্টর। মৎস্য নার্সারির...