গরমে ঘরে ফ্যান, এসি, ফ্রিজ আর ওভেন সারাক্ষণ চলছে—এমন চিত্র এখন প্রায় সবার ঘরেই। কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেকেরই মাথায় হাত! তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ অভ্যাস ও স্মার্ট পদ্ধতি অনুসরণ করলেই বিল উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। চলুন দেখে নিই, কীভাবে একটু সচেতনতায় বিদ্যুৎ খরচ ও মাসিক বিল দুটোই নিয়ন্ত্রণে রাখা যায়— স্মার্ট বাল্ব এখন অনেক জনপ্রিয় ও সাশ্রয়ী বিকল্প। একবার চার্জ দিলে ৩–৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই জ্বলে, ফলে ইনভার্টার বা ব্যাকআপ লাইটের ঝামেলা থাকে না। এগুলো সাধারণ এলইডি বাল্বের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘমেয়াদে খরচও বাঁচায়। ২. ‘পাওয়ার ট্র্যাকার’ দিয়ে জানুন কোন যন্ত্র বেশি খরচ করছে ঘরে কোন যন্ত্র সবচেয়ে বেশি বিদ্যুৎ টানছে—এটা জানার সহজ উপায় হলো পাওয়ার কনজাম্পশন ট্র্যাকার। এই ছোট ডিভাইসটি...