অভিনব কায়দায় পিকআপ ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় আল মামুন (৩৮) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ৪৫ কেজি গাঁজা সহ পিকআপভ্যানটি জব্দ করা হয়। রোববার (৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত আল মামুন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা গ্রামের আজিজুর রহমানের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার রাতে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয়। এসময় পিকআপভ্যানটি আটক করে তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে দেখা যায় যে,...