ইউট্যাবের প্রেসিডেন্ট বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স চালু আছে, সেখানে কর্মরত শিক্ষকদের এখন পর্যন্ত এমপিওভূক্ত করা হয়নি। আমরা মনে করি, শিক্ষকদের প্রতি সরকারের এটি চরম বৈষম্যমূলক নীতি। অনার্স এবং মাস্টার্সের পাঠদানের দায়িত্ব শিক্ষকদের উপর ন্যস্ত করা হলেও সরকার তাদের কোনো আর্থিক দায়িত্ব নিচ্ছেন না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষকগণ অন্য সমযোগ্যতার সরকারি কর্মকর্তাদের তুলনায় কেবল আর্থিক সুযোগ সুবিধায়ই পিছিয়ে নন, পদোন্নতি প্রক্রিয়ায়ও তারা চরম বৈষম্যের শিকার। দীর্ঘদিন একই পদে চাকরি করেও নানা জটিলতার কারণে শিক্ষকরা সময়মত পদোন্নতি পাচ্ছেন না। শিক্ষকদের উপর প্রশাসনিক কাজ, নির্বাচন ও সরকারি কর্মসূচি বাস্তবায়নের চাপও অত্যধিক। কিন্তু এর জন্য তাদের কোনো প্রণোদনার ব্যবস্থা নেই। এমনকি শিক্ষকদের আধুনিক শিক্ষা পদ্ধতি, ডিজিটাল শিক্ষণ প্রযুক্তি ও...