চেক এখনো অনেকের কাছে সবচেয়ে নিরাপদ লেনদেনের মাধ্যম। তবু চেক সই করে কাউকে দিলে কিছু বিষয় মনোযোগ দিয়ে না করলে চেক জালিয়াতি বা বাতিল হওয়ার ঝুঁকি থাকে। নিচে চেক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ও প্রয়োগযোগ্য কয়েকটি সতর্কতা দেয়া হলো — সহজ ভাষায়, পেশাদার মনে হবে এমনভাবে। বরাবর যাকে চেক দেবেন তার পূর্ণ নাম লিখুন। নাম ও পদবীর মধ্যে পর্যাপ্ত ফাঁকা রাখুন — অন্যভাবে নাম বদলানো না যায়। বাড়তি নিরাপত্তা হিসেবে নামের পাশে প্রাপক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও লিখে দিন। প্রাপকের নাম লিখার পরে নামের শেষে একটি সরু লাইন বা ড্যাশ দিন, যাতে অতিরিক্ত কোনো শব্দ বা সংখ্যা যোগ করা না যায়। যদি চেকটি ‘বেয়ারার’ হিসেবে দিচ্ছেন, তাহলে অবশ্যই ‘বেয়ারার’ অপশনে টিক দিন। অন্যথায় যে কেউ ওই চেক থেকে টাকা তুলতে পারবে।...