দুই সেরা তারকাকে ছাড়াই চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি। প্রাথমিক ক্যাম্পে ৩০ ফুটবলার ডেকেছিলেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোম যোগ দিলেই ক্যাম্পের পূর্ণতা পাবে। সোমবার ক্যাম্পে যোগ দেবেন হামজা। পরের দিন মঙ্গলবার আসবেন শামিত সোম। বৃহস্পতিবার রাত ৮ টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। এটি হবে দুই দেশেরই বাছাইয়ের তৃতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচে দুই দেশের হয়েছে দুই রকম ফলাফল। বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। একটি ড্র করে আরেকটি হেরেছে। অন্যদিকে হংকং শতভাগ জয় ঝুলিতে নিয়েই ঢাকা আসছে। ঢাকা থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারলে এশিয়ান কাপে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে যাবে হংকং। বাংলাদেশের জন্য এই...