সরল ও নম্রভাবে কথা বলুন: সমস্যার সময়, প্রভাব এবং ঠিক কোথায় দখল রয়েছে বিস্তারিত জানান। মুখোমুখি আলোচনা অনেক সময় দ্রুত সমাধান দেয়। কথোপকথনের পয়েন্ট রাখুন: (ক) আপনি কী সমস্যায় আছেন, (খ) তারা কবে ও কোন অংশ দখল করেছে, (গ) অনুরোধ করুন অবিলম্বে রাস্তা খোলা রাখার। কথাবার্তা কাজে না লাগলে লিখিত নোটিশ দিন—তারিখ ও সময় উল্লেখ করে স্বাক্ষর রাখুন। (নিচে নমুনা প্রোভাইড করা আছে)। তারিখ: ____প্রাপকের নাম: ____ (প্রতিবেশি)বিষয়: রাস্তা/পথ খোলা রাখার অনুরোধবিবরণ: আপনার দেওয়া পরিমাণের তথ্য — কোথায়, কবে থেকে, কিভাবে আমার যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। অনুরোধ করা হচ্ছে ৭ দিনের মধ্যে রাস্তা খোলা রাখুন। না হলে স্থানীয় প্রশাসন/আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।নাম, ঠিকানা, স্বাক্ষর, মোবাইল নম্বর ছবিসহ তথ্য সংগ্রহ করুন — ভিন্ন সময় ও ভিন্ন কোণ থেকে অন্তত ১০–১৫টি ছবি।...